চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়

উদ্দেশ্য ও কার্যাবলীঃ

উদ্দেশ্য ও কার্যাবলীঃ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ তার অধীনস্থ দপ্তরসমূহের বিলসমূহ কার্যকর পূর্ব নিরীক্ষা সম্পাদন করে থাকে।

এছাড়াও iBAS++ সিস্টেম এর মাধ্যমে গুনগতমানসম্পন্ন হিসাব প্রণয়নের পাশাপাশি সরকারি সিদ্ধান্তসমূহ বাস্তবায়নকল্পে সহযোগিতা প্রদান করে আসছে।

এই কার্যালয়ের কার্যাবলী ও সেবা সমূহের বিবরনঃ

 ১। গেজেটেড কর্মকর্তাদের অনলাইন ব্যবস্থাপনায় বেতন বিল গ্রহণ এবং EFT এর মাধ্যমে বিল নিষ্পত্তি করে থাকে;

২। এছাড়া কর্মচারীদের বেতন বিল,আনুষাঙ্গিক ও অন্যান্য বিল,ভবিষ্য তহবিলের বিল,ভ্রমণ ভাতা বিলসহ বিভিন্ন ঋণ ও অগ্রিম বিল নির্ধারিত সময়ে নিষ্পত্তি করা হয়ে থাকে;

৩। নির্ধারিত সময়ে পেনশন কেইস নিষ্পত্তি করা হয়ে থাকে;

৪। কর্মকর্তা ও কর্মচারীদের বেতন নির্ধারণ, ছুটির হিসাব প্রণয়ন,ভবিষ্য তহবিলের হিসাব সংরক্ষণ ও হিসাব বিবরণী ইস্যুকরণ। যথাসময়ে অফিস ভিত্তিক মাসিক হিসাব প্রণয়ন করা হয়ে থাকে;

৫। মাসিক হিসাবের সংগতি সাধন ;

৬। বাৎসরিক উপযোজন হিসাব প্রণয়ন পূর্বক প্রিন্সিপাল একাউন্টিং অফিসারের স্বাক্ষর গ্রহণ পূর্বক ভেটিং এর জন্য বাণিজ্যিক অডিট অধিদপ্তরে প্রেরণ করা হয়;

৭। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রিন্সিপাল একাউন্টিং অফিসারকে আর্থিক পরামর্শ প্রদান।

হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)

জনাব কামরুন নাহার
হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)
বিস্তারিত

চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার

আয়েশা সিদ্দিকা
চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার, ইমেইল: [email protected], মোবাইল: ০১৩১৮৩৮০৩০৩
বিস্তারিত